Work From Home With Mobile: মোবাইলে দিয়ে কপি-পেস্ট করার কাজ, প্রতিদিন ৩,০০০/- আয় বাড়ি বসেই
Work From Mobile: বাড়িতে বসে দারুণ এক কাজের খবর নিয়ে চলে এসেছি আমরা। এই কাজ করতে লাগবেনা কোনরকম ল্যাপটপ বা কম্পিউটারের শুধুমাত্র হাতের মোবাইল ফোনটি থাকলেই সহজে কপি পেস্ট করার মাধ্যমে প্রতিদিনে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারবেন।
Work From Home With Mobile: বাড়িতে বসে দারুণ এক কাজের খবর নিয়ে চলে এসেছি আমরা। এই কাজ করতে লাগবেনা কোনরকম ল্যাপটপ বা কম্পিউটারের শুধুমাত্র হাতের মোবাইল ফোনটি থাকলেই সহজে কপি পেস্ট করার মাধ্যমে প্রতিদিনে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারবেন। দেশের অন্যতম বড় প্ল্যাটফর্মে নিজের অবসর সময়ে কাজ করে এ রোজগার শুরু করতে পারবেন।
কোন প্লাটফর্মে কাজ করতে হবে? কাজ করার জন্য কী কী প্রয়োজন হবে? কীভাবে কাজ করতে হবে? আবেদন কীভাবে করবেন? পেমেন্ট কীভাবে পাওয়া যাবে? এইসব কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। তাই অবসর সময়ে রোজগার করায় আগ্রহী হয়ে থাকলে একটুও না ভেবে এখনই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
এক সময়ে রোজগার করা মানেই ছিল দেখ কাঁধে নিয়ে অফিসে যাওয়া অথবা বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করা। এই সমস্ত কাজের উপায় ছাড়া আর কোনোভাবেই রোজগার করা যাবে না, এই কথা এখন সম্পূর্ণ অতীত।
আজকের বিশ্বায়নের যুগে আপনার হাতের মুঠোফোনটি সব থেকে বেশি কার্যকরী হয়ে উঠতে পারে এবং আফটার রোজগারের মাধ্যম পর্যন্ত হতে পারে। বর্তমানে অনলাইন মাধ্যমে প্রায় সবকিছুই সম্ভব। তাই বাড়িতে বসে শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় কপি পেস্ট করার মাধ্যমে রোজগার করাও সম্ভব হয়ে উঠেছে। নিজের অবসর সময়ে মোবাইল ফোনটি ঘাটতে ঘাটতে খুব সহজেই এই কাজ করে নিন।
কোন প্লাটফর্মে কাজ করতে হবে?
এই দুর্দান্ত কাজের সুযোগ করে দিচ্ছে India Mart।
কীভাবে কাজ করতে হবে?
এক্ষেত্রে মূলত ইন্ডিয়া মার্ট কোম্পানির অ্যাফিলিয়েশনের ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিসের লিংক আপনাকে কপি করতে হবে এবং তারপরে আপনার facebook, instagram বা whatsapp এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কপি করা লিংকটি আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে share করে দিতে হবে।
পেমেন্ট কীভাবে পাওয়া যাবে?
আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠানো লিংক গুলিতে যেসব ব্যক্তিরা ক্লিক করে সেটি দেখবেন, তার উপরেই আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু মনে রাখতে হবে যে এই প্রতিটি ক্লিক যেন ইউনিক বা অনন্য হতে হবে। তাহলেই আপনার পাঠানো লিংকে প্রতি একটি ক্লিকের জন্য ২.৫ টাকা করে পেয়ে যাবেন। এই টাকার সরাসরি ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।
আবেদন কীভাবে করবেন?
১) প্রথমে https://tinyurl.com/3kz55hmn এই লিংকে ক্লিক করে কাজের ওয়েবসাইট টি তে চলে যান।
২) এরপর continue with Google অপশনটি বেছে নিন।
৩) এরপর আপনার যেকোনো একটি ইমেইল আইডি পছন্দ করে ওয়েবসাইটে দেওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৪) এরপর আপনি ওপরে ডানদিকে থাকা তিনটে ডট এ ক্লিক করে আপনার সম্পূর্ণ KYC করে ফেলুন।
৫) একবার KYC সম্পূর্ণ হলে আপনার ইমেইল আইডিতে কোম্পানির পক্ষ থেকে একটি মেইল পাঠানো হবে। তারপর থেকেই আপনি কপি পেস্ট করে রোজগার করা শুরু করে দিতে পারেন।
KYC র অন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে?
১) আধার কার্ড
২) প্যান কার্ড
৩) নিজের যেকোনো সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের লিংক
৪) নিজের বাড়ির ঠিকানা
৫) পাসপোর্ট সাইজ ফটো
৬) নিজের ব্যাংক একাউন্টের পাসবই এর ছবি
এই প্রতিবেদনটির মাধ্যমে আপনি যদি রোজগার শুরু করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এমনই আরো নিত্য নতুন সহজে রোজগারের পদ্ধতি জানার জন্য আমাদের ওয়েব পেজটি নিয়মিত ফলো করুন।
No comments:
Post a Comment