Tuesday, June 18, 2024

ভূমি দপ্তরে BSK ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু

 

ভূমি দপ্তরে BSK ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু, BSK DEO Recruitment 2024






BSK DEO Recruitment 2024 : পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভূমি দপ্তরে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রের (BSK) মত ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ শুরু হয়েছে। সরকারি অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত। এখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ব্লক থেকে চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন।

BSK DEO Recruitment 2024

রাজ্যে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। বয়স ও বেতন পরিকাঠামো কি রয়েছে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে নিম্নে উল্লেখ করা হয়েছে। BSK DEO Recruitment 2024

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operatorper) পদে নিয়োগ করা হবে।

আবেদন শেষ তারিখ : আগামী ২৪/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বেতন সীমা : চাকরি প্রার্থীদের প্রতি মাসে ১১,০০০/- টাকা শুরুতে বেতন প্রদান করা হবে। এছাড়াও ভূমি দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে।

বয়স সীমা কত : যোগ্য প্রার্থীদের বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য। বয়স বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখুন।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম B.A ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার এর উপর প্রার্থীদের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার কাজের দক্ষতা লাগবে এখানে আবেদন করার জন্য।

নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের এখানে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হল। এরপরে প্র্যাকটিক্যাল টেস্ট ২০ নম্বর এবং ইন্টারভিউ নেওয়া হবে ১০ নম্বরে। মোট ১০০ নম্বর।

BSK DEO Recruitment 2024

আবেদন পদ্ধতি : ১) আগ্রহীযোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে হবে। ২) আবেদন ফরমটি সম্পূর্ণ সঠিকভাবে ফিলাপ করে নিতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে। ৩) শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্য দিয়ে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে প্রার্থীদের। ৪) সর্বশেষে পুনরায় ফর্মটি যাচাই করে যা যা ডকুমেন্ট চেয়েছে আপলোড করে সাবমিটে ক্লিক করতে হবে।

NotificationDownload
Online ApplyClick Here
WhatsApp Group Join- Join Now  👈👈👈

এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।


No comments:

Post a Comment