Govt Work From Home: ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম! পেমেন্ট কিভাবে পাবেন? প্রতিদিন ২,৫০০/- ইনকাম!
ভারত সরকারের অ্যাপ্রভুড ওয়েবসাইটে দিনে মাত্র এক ঘন্টা কাজ করে মোটা টাকা রোজগারের সুযোগ রয়েছে। চাকরির জন্য বা ফ্রিল্যান্সিংয়ের (Freelancing) জন্য এখন আর ভাবতে হবে না।
Govt Work From Home: ভারত সরকারের অ্যাপ্রভুড ওয়েবসাইটে দিনে মাত্র এক ঘন্টা কাজ করে মোটা টাকা রোজগারের সুযোগ রয়েছে। চাকরির জন্য বা ফ্রিল্যান্সিংয়ের (Freelancing) জন্য এখন আর ভাবতে হবে না। ভারত সরকারের এই ওয়েবসাইটে কাজ করে দিনে তিন হাজার টাকা হিসাবে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করে নিতে পারবেন আপনিও।
কোন ওয়েবসাইটে কাজ করতে হবে? নিজের নামে নতুন প্রোফাইল তৈরি করা, কাজের সম্পূর্ণ পদ্ধতি, এবং কীভাবে টাকা রোজগার করতে পারবেন এই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হল। তাই আপনি যদি কোন রকম ঝামেলা ছাড়াই রোজগার করতে চান তাহলে এই প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত পড়ে নিন।
Online Earning (Govt Work From Home)
বর্তমান সমাজে বাড়ির প্রতিটি মানুষের কোন না কোন উপায়ে রোজগার করা আবশ্যিক হয়ে দাঁড়াচ্ছে। অথচ দেশে চাকরি পাওয়া খুবই কঠিন। সরকারি চাকরির বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষাগুলি দিয়েও আশা অনুযায়ী সঠিক চাকরি পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। সেই কারণে এখন অনেকেই বাড়িতে থেকে বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম চাকরির সন্ধান করে থাকেন।
ওয়ার্ড ফ্রম হোম চাকরির মধ্যে বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং (Freelancing), কনটেন্ট রাইটিং (Content Writing), ডেটা এন্ট্রি (Data Entry), অনুবাদ (Translation) ইত্যাদি বিভিন্ন অপশন থাকে। গুগল ক্রোমে (Google Chrome) এমন একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) কাজ করে নিতে পারবেন আপনিও। শুধু তাই নয় পৃথিবীর যেকোন প্রান্তে থেকেই এই কাজ করতে পারবেন।
| Website | Flexibench |
| কাজের নাম | Translation বা অনুবাদ |
| Education Qualification | গ্রাজুয়েশন ডিগ্রি |
| বয়স সীমা | যেকোনো বয়সের মানুষ এই কাজ করতে পারবেন। |
| মাসিক মাইনে | প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ টাকা। |
| কাজের জায়গা | Work From Home |
নিজের প্রোফাইল তৈরি
ভারত সরকারের অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইটে কীভাবে নিজের প্রোফাইল (Profile) তৈরি করবেন?
- Google-এ গিয়ে Flexibench লিখে সার্চ করে নিন।
- নিজের বৈধ মোবাইল নম্বর এবং অন্যান্য ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করুন।
- বৈধ মোবাইল নম্বরে আসা Otp-র সাহায্যে নিজের প্রোফাইল তৈরি করে নিন।
কীভাবে কাজ করতে হবে?
ওয়েবসাইটের Homepage থেকে আপনাকে দেওয়া বিভিন্ন কাজের অপশন দেখার জন্য All Tasks অপশনে ক্লিক করলে বিভিন্ন কাজের অপশন আপনার সামনে চলে আসবে। সেখান থেকে নিচে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ভাষায় অনুবাদ করার কাজ দেওয়া হচ্ছে। আপনি যে ভাষায় পারদর্শী, সেই ভাষায় অনুবাদের অপশনটি বেছে নিয়ে সেখানে আবেদন করে দিতে পারেন। আবেদন সম্পূর্ণ হলে, আপনার থেকে একটি অ্যাসেসমেন্ট টেস্ট (Assessment Test) নেওয়া হবে।
পরীক্ষায় পাশ করলে আপনাকে এই কাজের জন্য নিয়োগ করা হবে। আপনাকে এই কাজে নিয়োগ করা হলে আপনি যে কাদের জন্য আবেদন করেছিলেন সেই কাজটি ‘Active Tasks‘ নামক অপশনে শো করবে। এরপর আপনাকে যে ডকুমেন্ট বা Content প্রদান করা হবে, সেই কনটেন্টটিকে বাংলায় বা আপনার নিজের মাতৃভাষায় অনুবাদ করে জমা করে দিতে হবে।
কীভাবে পেমেন্ট পাবেন?
Active Tasks অপশনে থাকা কাজ সম্পূর্ণভাবে শেষ করে জমা করে দেওয়ার পরেই সেই কাজ অনুযায়ী যতটা টাকা আপনার প্রাপ্য সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেওয়া হবে।দিনে মাত্র কয়েক ঘণ্টা এই কাজ করে প্রচুর টাকা রোজগার (Online Earning) করে নেওয়া সম্ভব। তাই আর বেশি দেরি না করে এখনই এই ওয়েবসাইটে অনুবাদের কাজের জন্য আবেদন করে ফেলুন।
No comments:
Post a Comment