Tuesday, June 18, 2024

রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই কাজ টা না করলে

রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই কাজ টা না করলে, Ration Card Today Update 2024




Ration Card Today Update 2024 : সরকারের পক্ষ থেকে নতুন করে রেশন কার্ড বিষয়ে বিশাল বড় আপডেট দিয়েছে। রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক যুক্ত রাখতে হবে এবং প্রতিটি কার্ডে আধার লিঙ্ক ও মোবাইল লিংক থাকা আবশ্যিক করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। প্রতিটি কার্ড বাড়িতে বসে চেক করতে পারবেন লিংক করা রয়েছে কিনা।

Ration Card Today Update 2024

আধার কার্ডের সাথে লিংক যুক্ত না থাকলে আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং চাল, আটা, গম যে সমস্ত রেশন দেওয়া হয় সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন। Ration Card Today Update 2024

রেশন কার্ড চেক করলে কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ হলে কিভাবে বুঝবেন সে বিষয়ে নিচে উল্লেখ করা হয়েছে দেখুন – যখন রেশন কার্ডটির নম্বর দিয়ে চেক করতে যাবেন তখন লিংক যুক্ত না থাকলে অনলাইনে সেখানে লাল হয়ে থাকবে।

রেশন কার্ডের সাথে আধার কার্ডের যুক্ত করতে পারবেন ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। লিংক কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ নিম্নে দেখিয়ে দেওয়া হয়েছে বাড়িতে বসে নিজের মোবাইলে কাজটি করতে পারবেন।

কিভাবে করবেন দেখুন : 
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সকলকেই।
২) তারপর Citizen Home অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর রেশন কার্ড Related Corner – Self Service Through Aadhaar ক্লিক করুন।
৪) তারপর Link Aadhaar to Activate The রেশন কার্ড অপশনে ক্লিক করুন।
৫) নিজের রেশন কার্ড নম্বর দিয়ে চেক করুন।
৬) সর্বশেষে Link Aadhaar & Mobile Number a ক্লিক করে আধার নম্বর দিয়ে লিঙ্ক করুন। এরপর মোবাইলে OTP দিয়ে সাবমিট করুন।

Website Link – Click Here

WhatsApp Group Join- Join Now  👈👈👈

এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।

No comments:

Post a Comment