Monday, November 11, 2024

উচ্চমাধ্যমিক পাশে, রাজ্যে আধার কার্ডের কাজ করুন।

 West Bengal Aadhaar Operator Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে, রাজ্যে আধার কার্ডের কাজ করুন।




West Bengal Aadhaar Operator Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর! দেশের ২৫টি রাজ্যে আধার অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেসিক কম্পিউটার নলেজ থাকলেই এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য।

কোন কোন জেলায় নিয়োগ চলছে? শুন্যপদ কত রয়েছে? যোগ্যতা, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।

Important Dates

Online Application Started20-10-2024
Last Date of Application30/11/2024

Post Name

রাজ্য তথা দেশের সমস্ত চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন করতে আহ্বান করা হয়েছে। এই পদে Aadhaar Supervisor/Operator – District। প্রাথমিকভাবে ০১ বছরের চুক্তির ভিত্তিতে (Contract Basis) নিয়োগ দেওয়া হবে।

State Wise Vacancy

  1. Andhra Pradesh
  2. Assam
  3. Bihar
  4. Chhattisgarh
  5. Goa
  6. Gujarat
  7. Jammu and Kashmir
  8. Jharkhand
  9. Karnataka
  10. Kerala
  11. Ladakh
  12. Madhya Pradesh
  13. Maharashtra
  14. Nagaland
  15. Odisha
  16. Puducherry
  17. Punjab
  18. Rajasthan
  19. Sikkim
  20. Tamil Nadu
  21. Telangana
  22. Tripura
  23. Uttar Pradesh
  24. Uttarakhand
  25. West Bengal

West Bengal District Wise Vacancy

DistrictVacancy
Birbhum1
Dakshin Dinajpur 2
Uttar Dinajpur 1
Jhargram 3
East Medinipur 2

Eligibility Criteria

Education Qualification

১/ প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক/12th (Intermediate/Senior Secondary) পাশ করতে হবে। অথবা, মাধ্যমিক পাশ করতে হবে সাথে দুই বছরের ITI পাশ যোগ্যতা। অথবা, উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে তিন বছরের পলিটেকনিক পাশ যোগ্যতা

২/ আধারের সমস্ত পরিষেবা দেবার জন্য, প্রার্থীর কাছে UIDAI স্বীকৃত আধার অপারেটর সার্টিফিকেট থাকতে হবে।

৩/ আবেদনকারীকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। যেহেতু আধার কার্ডের সমস্ত কাজ কম্পিউটারেই করতে হবে।

Age Limit

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশী। বয়সের উর্ধসীমার কোন ব্যাপার নেই।

Monthly Salary

সংশ্লিষ্ট রাজ্যের ন্যূনতম মজুরি দেওয়া হবে। অর্থাৎ, রাজ্য অনুযায়ী সেমি-স্কিল্ড শ্রমিকদের একটি নুন্যতম মাইনে নির্ধারণ করা থাকে। অফিশিয়াল বিজ্ঞপ্তি মাইনে সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি।

Selection Process of West Bengal Aadhaar Operator Recruitment 2024

এখানে কোন প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র বেসিক ইন্টারভিউ হবে। যারা ইন্টারভিউতে পাশ করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে সিলেকশন দেওয়া হবে।

Documents Needed

  • বায়োডাটা।
  • আধার কার্ডের জেরক্স।
  • বয়সের প্রমানপত্র।
  • উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট, সার্টিফিকেট।
  • মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স।
  • ভোটার আইডি কার্ডের জেরক্স।
  • প্যান কার্ডের জেরক্স।
  • UIDAI স্বীকৃত আধার অপারেটর সার্টিফিকেট।

How To Apply for West Bengal Aadhaar Operator Recruitment 2024

এখানে আবেদন প্রক্রিয়া একদমই সহজ। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে ভিজিট করো। এরপরে, অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নাও। তারপরে, রাজ্য সিলেক্ট করে Apply Now অপশনে ক্লিক করো।

এরপরে, তোমার সামনে আবেদন ফর্ম খুলে যাবে। এখানে আবেদনকারী প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করে নাও। ফর্ম ফিলাপ করবার সময় বায়োডাটা (pdf, doc and docx ফাইলে) এবং Aadhaar Supervisor Certificate (jpg, jpeg ফাইলে) আপলোড করতে হবে (File Size- 1024 KB)।

অনলাইনে ফর্ম পূরণ করবার সময়, যে রাজ্য ও জেলার ভ্যাকান্সির জন্য আবেদন করছো, তা বাছাই করে নেবে। এক্ষেত্রে, অবশ্যই কোন জেলায় কত শুন্যপদ রয়েছে তা বিজ্ঞপ্তি থেকে দেখে নেবে। এমন জেলা বাছাই করবে না, যেখানে কোনো ভ্যাকান্সি বর্তমানে নেই। প্রসঙ্গত, বর্তমানে বীরভূম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর শুধুমাত্র এই কয়টি জেলাতেই ভ্যাকান্সি আছে।

Important Links

State Wise VacancyVisit Now
Official NotificationDownload Pdf
Apply LinkClick Here


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন - 

No comments:

Post a Comment