Monday, November 11, 2024

Big Basket Recruitment 2024: বিগ বাস্কেট শপিং মলে স্টাফ নিয়োগ! মাধ্যমিক পাশে

 Big Basket Recruitment 2024:
বিগ বাস্কেট শপিং মলে স্টাফ নিয়োগ! মাধ্যমিক পাশে, মাইনে- ১১,০০০/-




Big Basket Recruitment 2024: কলকাতা সহ বেশ কয়েকটি লোকেশোনের বিগ বাস্কেট শপিং মলে কর্মী নিয়োগ করা হচ্ছে। যাদের একটি আর্জেন্ট চাকরির দরকার, তারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে, এটি একটি পার্মানেন্ট চাকরি।

কিভাবে আবেদন করবেন? কিভাবে প্রার্থী বাছাই করা হবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাসিক মাইনে কত পাবেন? বয়সসীমা? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল।

Post Name

এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Sr. Assistant) পদে কর্মী নিয়োগ করা হবে। প্যাকিং (Packing), পিকিং (Picking), স্ক্যানিং (Scanning) এর কাজ করতে হবে। কোনো ভারী কাজ করতে হবে না।

Monthly Salary

কাজে জয়েন করেই ₹11,005/- টাকা প্রতিমাসে মাইনে হাতে (In-hand Salary) পাবেন। সাথে PF + ESIC + Overtime available (₹90/hr) এর সুবিধা রয়েছে। প্রতি 1 ঘন্টা ওভারটাইম করলে অতিরিক্ত 90/- টাকা পাবেন।

Shifts Timing Of Big Basket Recruitment 2024

ShiftsTiming
Morning5 AM – 1 PM
Afternoon1 PM – 10/11 PM
Night9 PM – 6 AM

Duty Hours- প্রতিদিন 9 ঘন্টা করে কাজ (Duty) করতে হবে। সপ্তাহে একদিন ছুটি (Weekly Off) পাবেন। মাসিক 26 দিন কাজ করতে হবে।

Eligibility Criteria

Education Qualification

আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

Age Limit

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৮ বছরের মধ্যে।

Job Location (Big Basket Recruitment 2024)

BigBasket B2D DC Nalmuri, South Kolkata এই দুটি লোকেশনের 12 টি আলাদা আলাদা এরিয়ায় নিয়োগ করা হবে।

  • BL Saha Road
  • Shibpur
  • Baguiati
  • Baranagar
  • Dumdum South
  • Kamdahari
  • Maniktala Main Road
  • Newtown
  • Shapoorji
  • Talatala
  • Tiljala
  • Kalighat

তবে শুধুমাত্র স্থানীয় পুরুষ প্রার্থী যাদের বাড়ি 10-12কিমির মধ্যে, তারাই এখানে আবেদন যোগ্য।

Required Documents

  • আধার কার্ডের জেরক্স।
  • আধার সাথে লিঙ্ক করা ফোন নম্বর।
  • ২ কপি সাম্প্রতিক বায়োডাটা/CV
  • ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স।
  • ভোটার (EPIC) কার্ডের জেরক্স।
  • প্যান (PAN) কার্ডের জেরক্স।

Selection Process

এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। কোনপ্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যিক।

Interview Details

Interview TypeSpot joining, short interview
Interview Time9 AM – 10 AM

How To Apply For Big Basket Recruitment 2024

এখানে সরাসরি ফোন করে অথবা Whatsapp-এ বায়োডাটা সেন্ড করে আবেদন করতে হবে। বায়োডাটা বাছাই করে ইন্টারভিউয়ের জন্য কল করে ডেকে নেওয়া হবে আবেদনকারীদের। এটি সম্পূর্ণ ফ্রি চাকরি। কোনপ্রকার টাকা নেওয়া হবে না।

Phone8389927185


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন - 



No comments:

Post a Comment