Saturday, November 16, 2024

Dharti Aaba Bhagwan Birsa Munda-Janjatiya Nayak Ji Quiz

Birsa Munda Birth Anniversary

Dharti Aaba Bhagwan Birsa Munda-Janjatiya Nayak Ji Quiz (English)










Start Date : 10 Nov 2024, 12:00 am
End Date : 10 Dec 2024, 11:59 pm

 

Test your knowledge of Dharti Aaba, Bhagwan Birsa Munda’s legacy! Take the quiz on MyGov in your preferred language and explore impactful campaigns celebrating the tribal community's rich heritage.


Invite your friends & family to join the quiz Celebrating Bhagwan Birsa Munda’s Legacy.


#JanjatiyaGauravDivas

#EmpoweringTribalsTransformingIndia

#DhartiAabaJanjatiyaGramUtkarshAbhiyan

#BirsaMunda150

Team MyGov


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Tuesday, November 12, 2024

MYNTRA JOB REQUIREMENT 2024

MYNTRA JOB REQUIREMENT 2024




 Client : Myntra

Job Location : Bhiwandi, Maharastra

Direct joining. No interview needed.

Vacancy : 150+.

Job Role : Packing, Picking, Un-loading, Shorting, Scanning, Data Entry.

Duty Hrs. : 9 Hrs.

Weekly 1 day week off.

Day Shift / Night Shift.

Qualification : Min 10th pass.

Age : 18-35 yrs.

Gender : Male.

Total Income on 26 days duty - Rs.17000/- + PF + Esic

Local and Outstation candidates can apply.

We can help to find rooms for them. 


They will rcv proper offer letter, id cards, salary slips, esic card etc.


KOUSHIK SIR-6295469535


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ, প্রতি মাসে ₹15000 স্টাইপেন্ড

 

NoBroker Internship 2024: সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ, প্রতি মাসে ₹15000 স্টাইপেন্ড




NoBroker Internship Training 2024: নো ব্রোকার কোম্পানি ২০২৪ সালের জন্য ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।

আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেব।

নো ব্রোকার টেকনোলজিস সলিউশনস প্রাইভেট লিমিটেড সম্পর্কে 

নো ব্রোকার হলো একটি প্রযুক্তিভিত্তিক সংস্থা, যা সম্পত্তি লেনদেনের প্রক্রিয়াকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজতর করে তুলেছে। এই প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত বিপুল তথ্য ব্যবহার করে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে দ্রুত কাস্টমার সেবা প্রদান করা হচ্ছে। 

২০১৪ সালে আইআইটি বম্বে, আইআইটি কানপুর এবং আইআইএম আহমেদাবাদের প্রাক্তন ছাত্ররা এই কোম্পানিটির প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে। 

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-

  • পূর্ণকালীন ইন অফিস ইন্টার্নশিপের জন্য উপলব্ধ থাকতে হবে,
  • ২৯ অক্টোবর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে যারা ইন্টার্নশিপ শুরু করতে পারবে তারাই আবেদন করবে,
  • ৩ মাস প্রার্থীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে হবে,
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে। 

ইন্টার্নদের দায়িত্ব ও কর্তব্য 

এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল- 

  • বিউটি প্রোডাক্ট এবং সেলুন ট্রেনিং অপারেশন বজায় রাখতে হবে,
  • বিক্রেতা ব্যবস্থাপনা করতে হবে, 
  • সরবরাহ রক্ষণাবেক্ষণ করতে হবে,
  • তথ্য এবং এক্সেল শিটের রেকর্ড সংরক্ষণ করতে হবে,
  • ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে।

ইন্টার্নশিপের  স্থান 

যারা বিনামূল্যে এই ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের ব্যাঙ্গালুরুতে। 

ইন্টার্নশিপের মেয়াদ 

এই ইন্টার্নশিপটির মেয়াদ হবে তিন মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে। 

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা 

এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদেরকে প্রতি মাসে ১৫০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে।

আবেদন পদ্ধতি 

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। 

তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আবেদনের শেষ তারিখ 

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২৪। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করবেন।

NoBroker Internship Training 2024: Apply Now


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন - 


Monday, November 11, 2024

Big Basket Recruitment 2024: বিগ বাস্কেট শপিং মলে স্টাফ নিয়োগ! মাধ্যমিক পাশে

 Big Basket Recruitment 2024:
বিগ বাস্কেট শপিং মলে স্টাফ নিয়োগ! মাধ্যমিক পাশে, মাইনে- ১১,০০০/-




Big Basket Recruitment 2024: কলকাতা সহ বেশ কয়েকটি লোকেশোনের বিগ বাস্কেট শপিং মলে কর্মী নিয়োগ করা হচ্ছে। যাদের একটি আর্জেন্ট চাকরির দরকার, তারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে, এটি একটি পার্মানেন্ট চাকরি।

কিভাবে আবেদন করবেন? কিভাবে প্রার্থী বাছাই করা হবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাসিক মাইনে কত পাবেন? বয়সসীমা? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল।

Post Name

এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Sr. Assistant) পদে কর্মী নিয়োগ করা হবে। প্যাকিং (Packing), পিকিং (Picking), স্ক্যানিং (Scanning) এর কাজ করতে হবে। কোনো ভারী কাজ করতে হবে না।

Monthly Salary

কাজে জয়েন করেই ₹11,005/- টাকা প্রতিমাসে মাইনে হাতে (In-hand Salary) পাবেন। সাথে PF + ESIC + Overtime available (₹90/hr) এর সুবিধা রয়েছে। প্রতি 1 ঘন্টা ওভারটাইম করলে অতিরিক্ত 90/- টাকা পাবেন।

Shifts Timing Of Big Basket Recruitment 2024

ShiftsTiming
Morning5 AM – 1 PM
Afternoon1 PM – 10/11 PM
Night9 PM – 6 AM

Duty Hours- প্রতিদিন 9 ঘন্টা করে কাজ (Duty) করতে হবে। সপ্তাহে একদিন ছুটি (Weekly Off) পাবেন। মাসিক 26 দিন কাজ করতে হবে।

Eligibility Criteria

Education Qualification

আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

Age Limit

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৮ বছরের মধ্যে।

Job Location (Big Basket Recruitment 2024)

BigBasket B2D DC Nalmuri, South Kolkata এই দুটি লোকেশনের 12 টি আলাদা আলাদা এরিয়ায় নিয়োগ করা হবে।

  • BL Saha Road
  • Shibpur
  • Baguiati
  • Baranagar
  • Dumdum South
  • Kamdahari
  • Maniktala Main Road
  • Newtown
  • Shapoorji
  • Talatala
  • Tiljala
  • Kalighat

তবে শুধুমাত্র স্থানীয় পুরুষ প্রার্থী যাদের বাড়ি 10-12কিমির মধ্যে, তারাই এখানে আবেদন যোগ্য।

Required Documents

  • আধার কার্ডের জেরক্স।
  • আধার সাথে লিঙ্ক করা ফোন নম্বর।
  • ২ কপি সাম্প্রতিক বায়োডাটা/CV
  • ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স।
  • ভোটার (EPIC) কার্ডের জেরক্স।
  • প্যান (PAN) কার্ডের জেরক্স।

Selection Process

এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। কোনপ্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যিক।

Interview Details

Interview TypeSpot joining, short interview
Interview Time9 AM – 10 AM

How To Apply For Big Basket Recruitment 2024

এখানে সরাসরি ফোন করে অথবা Whatsapp-এ বায়োডাটা সেন্ড করে আবেদন করতে হবে। বায়োডাটা বাছাই করে ইন্টারভিউয়ের জন্য কল করে ডেকে নেওয়া হবে আবেদনকারীদের। এটি সম্পূর্ণ ফ্রি চাকরি। কোনপ্রকার টাকা নেওয়া হবে না।

Phone8389927185


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন - 



উচ্চমাধ্যমিক পাশে, রাজ্যে আধার কার্ডের কাজ করুন।

 West Bengal Aadhaar Operator Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে, রাজ্যে আধার কার্ডের কাজ করুন।




West Bengal Aadhaar Operator Recruitment 2024: রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর! দেশের ২৫টি রাজ্যে আধার অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেসিক কম্পিউটার নলেজ থাকলেই এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য।

কোন কোন জেলায় নিয়োগ চলছে? শুন্যপদ কত রয়েছে? যোগ্যতা, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।

Important Dates

Online Application Started20-10-2024
Last Date of Application30/11/2024

Post Name

রাজ্য তথা দেশের সমস্ত চাকরি প্রার্থীদের কাছ থেকে আবেদন করতে আহ্বান করা হয়েছে। এই পদে Aadhaar Supervisor/Operator – District। প্রাথমিকভাবে ০১ বছরের চুক্তির ভিত্তিতে (Contract Basis) নিয়োগ দেওয়া হবে।

State Wise Vacancy

  1. Andhra Pradesh
  2. Assam
  3. Bihar
  4. Chhattisgarh
  5. Goa
  6. Gujarat
  7. Jammu and Kashmir
  8. Jharkhand
  9. Karnataka
  10. Kerala
  11. Ladakh
  12. Madhya Pradesh
  13. Maharashtra
  14. Nagaland
  15. Odisha
  16. Puducherry
  17. Punjab
  18. Rajasthan
  19. Sikkim
  20. Tamil Nadu
  21. Telangana
  22. Tripura
  23. Uttar Pradesh
  24. Uttarakhand
  25. West Bengal

West Bengal District Wise Vacancy

DistrictVacancy
Birbhum1
Dakshin Dinajpur 2
Uttar Dinajpur 1
Jhargram 3
East Medinipur 2

Eligibility Criteria

Education Qualification

১/ প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক/12th (Intermediate/Senior Secondary) পাশ করতে হবে। অথবা, মাধ্যমিক পাশ করতে হবে সাথে দুই বছরের ITI পাশ যোগ্যতা। অথবা, উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে তিন বছরের পলিটেকনিক পাশ যোগ্যতা

২/ আধারের সমস্ত পরিষেবা দেবার জন্য, প্রার্থীর কাছে UIDAI স্বীকৃত আধার অপারেটর সার্টিফিকেট থাকতে হবে।

৩/ আবেদনকারীকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। যেহেতু আধার কার্ডের সমস্ত কাজ কম্পিউটারেই করতে হবে।

Age Limit

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশী। বয়সের উর্ধসীমার কোন ব্যাপার নেই।

Monthly Salary

সংশ্লিষ্ট রাজ্যের ন্যূনতম মজুরি দেওয়া হবে। অর্থাৎ, রাজ্য অনুযায়ী সেমি-স্কিল্ড শ্রমিকদের একটি নুন্যতম মাইনে নির্ধারণ করা থাকে। অফিশিয়াল বিজ্ঞপ্তি মাইনে সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি।

Selection Process of West Bengal Aadhaar Operator Recruitment 2024

এখানে কোন প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র বেসিক ইন্টারভিউ হবে। যারা ইন্টারভিউতে পাশ করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে সিলেকশন দেওয়া হবে।

Documents Needed

  • বায়োডাটা।
  • আধার কার্ডের জেরক্স।
  • বয়সের প্রমানপত্র।
  • উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট, সার্টিফিকেট।
  • মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স।
  • ভোটার আইডি কার্ডের জেরক্স।
  • প্যান কার্ডের জেরক্স।
  • UIDAI স্বীকৃত আধার অপারেটর সার্টিফিকেট।

How To Apply for West Bengal Aadhaar Operator Recruitment 2024

এখানে আবেদন প্রক্রিয়া একদমই সহজ। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে ভিজিট করো। এরপরে, অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নাও। তারপরে, রাজ্য সিলেক্ট করে Apply Now অপশনে ক্লিক করো।

এরপরে, তোমার সামনে আবেদন ফর্ম খুলে যাবে। এখানে আবেদনকারী প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করে নাও। ফর্ম ফিলাপ করবার সময় বায়োডাটা (pdf, doc and docx ফাইলে) এবং Aadhaar Supervisor Certificate (jpg, jpeg ফাইলে) আপলোড করতে হবে (File Size- 1024 KB)।

অনলাইনে ফর্ম পূরণ করবার সময়, যে রাজ্য ও জেলার ভ্যাকান্সির জন্য আবেদন করছো, তা বাছাই করে নেবে। এক্ষেত্রে, অবশ্যই কোন জেলায় কত শুন্যপদ রয়েছে তা বিজ্ঞপ্তি থেকে দেখে নেবে। এমন জেলা বাছাই করবে না, যেখানে কোনো ভ্যাকান্সি বর্তমানে নেই। প্রসঙ্গত, বর্তমানে বীরভূম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর শুধুমাত্র এই কয়টি জেলাতেই ভ্যাকান্সি আছে।

Important Links

State Wise VacancyVisit Now
Official NotificationDownload Pdf
Apply LinkClick Here


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন - 

ফের স্বাস্থ্য দপ্তরে 5 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে চাকরির সুযোগ

 

ফের স্বাস্থ্য দপ্তরে 5 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে চাকরির সুযোগ – West Bengal Health Recruitment





 West Bengal Health Recruitment : স্বাস্থ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে যোগ্যতা নিরিখে ২৩ জেলার আগ্রহে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক হিসেবে সম্পাদন করা হবে। তবে এক্ষেত্রে বহু পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর নভেম্বর পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরির জন্য আবেদন জানাতে চাই তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।

সর্ব প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ( West Bengal Health Recruitment)

স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর রিক্রুটমেন্ট অপশনে গিয়ে প্রার্থীকে অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নিতে হবে এবং তারপর অনলাইন আবেদন লিংকে ক্লিক করে পুরো ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। আবেদন চলাকালীন প্রার্থীকে যথাযথ সাইজের ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করে প্রার্থীকে ওই আবেদনপত্রটির প্রিন্ট আউট কপি বের করে রাখতে হবে।

করতে অথবা ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ: 

প্রাপ্তির বেশ কিছু জরুরী ডকুমেন্টস এক্ষেত্রে প্রয়োজন রয়েছে –

  • 1. মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
  • 2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট
  • 3. প্রার্থী যদি কোন সংরক্ষিত জাতি থেকে হয়ে থাকে তাহলে তার প্রমাণ
  • 4. পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজের সিগনেচার
  • 5. প্রয়োজন মতো টেকনিক্যাল যোগ্যতা যদি লাগে
  • 6. প্রার্থী যদি কোন অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণ
  • 7. প্রার্থীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  • 8. এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন এবং পরিপূর্ণ যোগ্যতার অধিকারী হবেন সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য যেহেতু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হবে তাই একাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর উপর বেশিরভাগ পদে নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।

 

এবার আসা যাক শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত :

নিয়োগের সংস্থা : বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে জেলাভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।

পদের নাম সমূহ : এক্ষেত্রে মোট ৫ ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বহুমুখী কর্মীর, যোগ ব্যায়াম প্রশিক্ষক আয়ুশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Recruitment DepartmentWest Bengal Health Department ( DHFW)
Name of postsVarious
Application Mode Online
Last Date Of Application20 November 2024
Eligibility CriteriaAs Per Post

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য  : প্রত্যেকে এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন থাকতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রেজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রী ইত্যাদি যোগ্যতা থাকলে আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এছাড়াও প্রত্যেক পদ সম্পর্কে যোগ্যতা জানতে অফিশিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বয়স সীমা : যদিও বিভিন্ন পদের জন্য বয়স সীমা আলাদা আলাদা থাকা দরকার, তাদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছর এবং কিছু কিছু পদের জন্য নূন্যতম ২১ বছর থেকে সর্বাধিক ৫০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন নির্ধারণ করা হয়েছে। একে তো সর্বনিম্ন ৮ হাজার থেকে সবারে ৪০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পদে মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন মূল্য (West Bengal Health Recruitment) :

এক্ষেত্রে ডিমান্ড ড্রাফট করে আবেদন মূল্য জমা করতে হবে। অসংরক্ষিতদের জন্য এক্ষেত্রে ১০০ টাকা আবেদন মূল্য এবং সংরক্ষিতদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ডিমান্ড ড্রাফট ঠিকানা জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।

এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে চাই তারা আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হবে –

Official Notification : Download 

Official Website : Click Here 

আমাদের সঙ্গে জুড়ে থাকুন 👇👇👇👇👇

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন -