Job Fair 2024 Apply
রাজ্যে চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে! ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করো।
কিন্তু এবারে যে মেলা হতে চলেছে সেই বেলা আনন্দ করার মেলা নয়। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি চাকরি পেতে পারেন। Job Fair সম্পর্কে বিস্তারতি তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Job Fair 2024 Apply: পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও হতে চলেছে জব ফেয়ার বা চাকরির মেলা। বিভিন্ন অঞ্চলিক স্থানে বিভিন্ন উৎসবে অনেক সময়ই মেলা দেখতে পাওয়া যায়। যেখানে মানুষ এক জায়গায় সমবেত হন এবং নিজেদের পছন্দমত জিনিস কেনা অথবা আনন্দ মজা করে থাকেন।
কিন্তু এবারে যে মেলা হতে চলেছে সেই বেলা আনন্দ করার মেলা নয়। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি চাকরি পেতে পারেন। Job Fair সম্পর্কে বিস্তারতি তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।
কিন্তু এটার নাম মেলা কেন?
বিভিন্ন আঞ্চলিক মেলায় যেমন জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিস সবকিছুই একটি মাত্র জায়গায় পাওয়া যায় তেমনি এখানেও একটি মাত্র জায়গায় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এসে চাকরিপ্রার্থীদের যোগ্যতা নিরীক্ষণ করে তাদের কর্মী হিসাবে নিয়োগ করবেন। তাই এই উদ্যোগটিকে জব ফেয়ার বা চাকরির মেলা নাম দেওয়া হয়েছে।
Job Fair Date: সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০/০৯/২০২৪ তারিখেই এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হতে চলেছে।
জব ফেয়ারে কীভাবে চাকরি পাওয়া যাবে?
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হয় না মাল্টিন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি নিজেদের বিভিন্ন নথিপত্র সঙ্গে নিয়ে walk-in ইন্টারভিউ দিতে সক্ষম হবেন। যে সমস্ত প্রার্থীরা এই walk-in ইন্টারভিউতে সফল হবেন তারা নির্দেশ কোম্পানিতে কর্মী হিসেবে জয়েন করার সুযোগ পেয়ে যাবেন।
এখানে বলা যেতে পারে একই ছাদের তলায় একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে আসবে। যার ফলে একজন চাকরিপ্রার্থী প্রয়োজনে এক এর বেশি কোম্পানিতে একই দিনে ইন্টারভিউ দিতে পারবেন।
কোথায় এই Job Fair অনুষ্ঠিত হতে চলেছে?
সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক দপ্তর থেকে অফিসিয়াল ভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা থেকে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে এই জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে।
সরকারের উদ্যোগে হওয়া এই জব ছেড়েটি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে আয়োজিত হতে চলেছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই জব পেয়ারে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবেন তাদের ৩০/০৯/২০২৪ তারিখে নির্দিষ্ট স্থানে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পৌছে যেতে হবে।
আবেদন মূল্য কত লাগবে?
বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব ফেয়ারের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম আবেদনমূল্য প্রদান করতে হবে না কোন চাকরিপ্রার্থীকেই।
আগ্রহী চাকরি প্রার্থীরা সরাসরি জব ফেয়ারের স্থানে পৌঁছে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন এবং তারপরেই শুরু হবে সকলের ইন্টারভিউ রাউন্ড। যে সমস্ত প্রার্থীরাই ইন্টারভিউয়ে সিলেক্ট হবেন তারা সরাসরি চাকরির অফার পেয়ে যাবেন।
সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

No comments:
Post a Comment