Monday, September 23, 2024

রাজ্যের কৃষি দপ্তরে সহকারী নিয়োগ! মাধ্যমিক পাশে নিজের ব্লকে চাকরি।

 WB Agriculture Recruitment:
রাজ্যের কৃষি দপ্তরে সহকারী নিয়োগ! মাধ্যমিক পাশে নিজের ব্লকে চাকরি।



WB Agriculture Recruitment: কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে উপ-কৃষি অধিকর্তা প্রশাসণের করনের তরফ থেকে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর!

কি কি পদে নিয়োগ করা হচ্ছে? আবেদনের জন্য কি শর্ত রয়েছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা কি রয়েছে? বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ তারিখ– এখানে আবেদন শুরু হয়েছে ২৩শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে। আবেদন চলবে ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকেল ৪টে পর্যন্ত।

পদের নাম– (Field Level Assistant) ফিল্ড লেভেল সহকারী। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

শুন্যপদ– ০১টি।

বয়সসীমা– প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST/PWD প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

মাসিক মাইনে– প্রতিমাসে ১০,০০০/- টাকা মাইনে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। যাদের উচ্চশিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার নলেজ আছে তারা অগ্রাধিকার পাবেন। আলুর বীজ প্রোডাকশনে নুন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া– এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা হবেনা। শুধুমাত্র Walk In Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যারা ইন্টারভিউতে পাশ করবেন, তাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

Interview Date & Time03/10/2024 at 10:30 am
PlaceOffice of the Deputy Director of Agriculture (Admn), Uttar Dinajpur, Ground Floor of N-1, RHE Building, Karnajora – 733130
Interview Result Date23/10/2024 at 12:30 pm

আবেদন প্রক্রিয়া– এখানে প্রার্থীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নেবেন। প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন। তারপর আবেদন পত্র ও নীচে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট নিয়ে, নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ দিতে অফিসে চলে যান।

সাথে অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, KYC ডকুমেন্ট (আধার কার্ড, ভোটার কার্ড), অভিজ্ঞতার প্রমানপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে)। এক সেট করে জেরক্স কপি ও অরিজিনাল সাথে নিয়ে যাবেন।

অফিশিয়াল পোর্টালuttardinajpur.gov.in
আবেদন ফর্ম ও বিজ্ঞপ্তিDownload Pdf


সমস্ত 
সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


No comments:

Post a Comment