Saturday, October 05, 2024

কয়লা খাদানে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন করুন অনলাইনে ?

 

Coal India Recruitment 2024


কয়লা খাদানে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন করুন অনলাইনে । 




Coal India Recruitment 2024 – প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই অক্টোবর মাসে কোল ইন্ডিয়া লিমিটেড দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন/ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড
পদের নাম সিনিয়র উপদেষ্টা
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম অফলাইন/ইমেইল
আবেদনের শেষ তারিখ১৪/১০/২০২৪

পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -সিনিয়র উপদেষ্টা

শুন্যপদ – ১টি।

শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 60% নম্বর সহ BE ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের টিপিপি গুলির প্রকল্প পরিচালনা/তত্ত্বাবধানের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বয়স সীমা – মাসিক বেতন

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সিআইএল যোগ্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১,৫০,০০০ টাকা প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? –www.coalindia.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

Coal India Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনে/ইমেইল এর মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এরপরে সেই বিজ্ঞপ্তির মধ্যে যে আবেদন করার ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বা ইচ্ছুক প্রার্থীরা gmpers.cil@coalindia.in এই ইমেইল এর মাধ্যমেও আবেদন জানাতে পারবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।

আবেদন ফি – এখানে আবেদন করার জন্য প্রার্থীরা আবেদন মূল্য সম্বন্ধে জানতে নোটিফিকেশনটি যাচাই করতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা – চিফ ম্যানেজার (পারস)/এইচওডি (ইই), সিআইএল, কয়লা ভবন, অ্যাকশন এরিয়া 1এ, নিউটাউন, রাজারহাট, কলকাতা,  পিন – 700156।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) বয়সের প্রমাণপত্র হিসাবে (ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট)।
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) অভিজ্ঞতা এবং প্রচারের বিবরণ।
৪) বেতন স্কেলের সার্টিফিকেট।
৫) সুপারঅ্যানুয়েশন নোটিশ।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ – ১৪/১০/২০২৪

Official WebsiteView Now
Official PDF LinkDownload


 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


দেখা হবে আর একটি কাজের খবর নিয়ে । 








No comments:

Post a Comment