Wednesday, September 11, 2024

উচ্চমাধ্যমিক পাশে, জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ ।

 উচ্চমাধ্যমিক পাশে, জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ। প্রতিমাসে মাইনে একুশ হাজার টাকা।

হিসাবরক্ষক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইন্সপেক্টর পদে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ চলছে। সবমিলিয়ে এখানে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। দুটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে।




জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর! নারী-পুরুষ সকলেই এখানে আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে এখানে আবেদন করা যাবে।

পদের নাম ও শুন্যপদ- এখানে তিনটি আলাদা আলাদা পদে নিয়োগ চলছে। যা হল- হিসাবরক্ষক (Accountant), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant), জুনিয়র ইন্সপেক্টর (Junior Inspector)। সবমিলিয়ে এখানে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা- সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাইলে প্রার্থীর সর্বচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে ০১/১২/২০২১ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম- Accountant পদে বেতন শুরু হচ্ছে ২৮,৬০০/- টাকা থেকে ১,১৫,০০০/- টাকা পর্যন্ত। Junior Assistant ও Junior Inspector পদে মাইনে থাকবে ২১,৫০০/- টাকা থেকে ৮৬,৫০০/- টাকা অবধি।

শিক্ষাগত যোগ্যতা- উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য, আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেকোন স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাশ, উচ্চমাধ্যমিক পাশ এবং M.Com ডিগ্রী পাশ যোগ্যতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া- এখানে দুটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে, কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে। যারা পাশ করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। প্রথমে, সংস্থার অফিশিয়াল পোর্টাল jutecorp.in গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।

আবেদন ফি- General, OBC এবং EWS প্রার্থীদের ২০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যান্য প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ- ২৭শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এই লিঙ্কে jutecorp.in/recruitment গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক- 

অফিসিয়াল পেজঃ হোম পেজ  এখানে কিল্ক করুন ।

নোটিফিকেশন দেখুনঃ ডাউনলোড করুন  👈এখানে কিল্ক করুন । 

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

No comments:

Post a Comment