Friday, July 12, 2024

পঞ্চায়েতের উন্নয়নে চালু নতুন অ্যাপ! হাতের নাগালে মিলবে সব সুবিধা।

 

WB Gram Panchayat New App – পঞ্চায়েতের উন্নয়নে চালু নতুন অ্যাপ! হাতের নাগালে মিলবে সব সুবিধা।




WB Gram Panchayat New App – প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে না পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের।

সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। কি এমন করলেন তিনি? জানুন . . পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের সুবিধার্থে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের। Gram Panchayat App বা গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

 আজকাল সব কাজই অনলাইনে হয়ে যাচ্ছে। তাইতো রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ছোট বড় বিভিন্ন কাজ করার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তবে মেটানো যেত। তবে এবার তুড়ি মেরে হয়ে যাবে সেই কাজ।

এবার থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো পঞ্চায়েত থেকে নিতে হয়, সে সমস্ত সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েতে গিয়ে বসে থাকতে হবে না।

WB Gram Panchayat New App

বাড়িতে বসেই এই সমস্ত কাজ করে ফেলতে পারবেন। নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করা যাবে এই কাজ। তার জন্য চালু করা হতে চলেছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ(Gram Panchayat App)। এই অ্যাপের মাধ্যমে কিভাবে পাওয়া যাবে প্রয়োজনীয় সার্টিফিকেট? জানুন আজকের প্রতিবেদনে।

এবার থেকে বাড়িতে বসেই Gram Panchayat App এর মাধ্যমে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সার্টিফিকেট পেয়ে যাবেন। এই অ্যাপে কাজ করবে “পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের” অধীনে। রাজ্যের সাধারন মানুষদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। গ্রাম পঞ্চায়েতগুলিকে আরোও উন্নত করবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ।

ইনকাম সার্টিফিকেট সহ নানান সার্টিফিকেট তুলতে গ্রামের মানুষের ভরসা একমাত্র পঞ্চায়েত। কিন্তু পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তবেই পাওয়া যায় সার্টিফিকেট।

এবার বাড়িতে বসেই Gram Panchayat App এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করুন আর পেয়ে যান যে কোনো সার্টিফিকেট। হাউজ বিল্ডিং অ্যাপ্রুভাল সার্টিফিকেট, ট্রেড এনওসির রেনুয়াল অ্যালার্ট সহ যেকোনো সার্টিফিকেট পাওয়া যাবে বাড়িতে বসেই। যদিও এখনও পর্যন্ত এই অ্যাপ চালু করা হয়নি। আগামী দুই এক মাসের মধ্যে তা চালু হয়ে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অনলাইন অ্যাপ কাজ করবে। রাজ্যের সকল জন সাধারণ এতে উপকৃত হবেন। এখন দেখার রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করেন।


TelegramJoin Now
WhatsAppJoin Now

আমাদের সাথে এখনি যুক্ত হয়ে যান ।


Join Telegram: JOIN NOW 👈👈👈


WhatsApp Group JoinJoin Now  👈👈👈

এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।

No comments:

Post a Comment