Tuesday, June 18, 2024

রেলে নতুন ১,১০৪টি শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হল

 

রেলে নতুন ১,১০৪টি শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হল, RRC Job Recruitment 2024 



Railway Recruitment Cell, North Eastern Railway, Gorakhpur


RRC Job Recruitment 2024 : সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন খুশির খবর। গোরাখপুরের  উত্তর-পূর্ব রেলের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ১১০৪টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন নথিভুক্ত করতে পারবেন।

RRC Job Recruitment 2024

রেলওয়ে ১১০৪টি শুন্য পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। RRC Job Recruitment 2024

পদের নাম : এখানে নতুন করে Apprentice পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 11,04টি।


কারা কারা আবেদন করতে পারবেন:(Essential qualification)


শিক্ষাগত যোগ্যতা : চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে মাধ্যমিকে 50% মার্ক সহ পাশ এবং সঙ্গে আইটিআই  পাশ করতে হবে।

বয়স সীমা : এখানে আবেদন করার জন্য বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী রেলওয়ে আবেদন করার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। Sc/St প্রার্থীদের জন্য ০৫ বছর ছাড় থাকবে।এবং OBC প্রার্থীদের ০৩ বছর ছাড় থাকবে।

বেতন সীমা : এখানে রেলওয়ে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা বেতন উল্লেখ করা হয়েছে। বেতন বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখুন।

আবেদন পদ্ধতি : ১) চাকরিপ্রার্থীর এখানে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। ২) সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরিপ্রার্থীকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে এবং ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে। ফর্ম পূরণ করা পর অনলাইন এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। 

আবেদন মূল্য : সাধারন (Genaral)/ OBC- প্রার্থীদের জন্য ১০০/- টাকা SC/ST/PWD/মহিলা – প্রার্থীদের কোনো টাকা লাগবে না 

নিয়োগ প্রক্রিয়া : এই নিয়োগের জন্য কোনো রকম লিখিত পরীক্ষায় হবে না। শুধুমাত্র মাধ্যমিক ও আইটিআই পাশ সার্টিফিকেট এর উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করে হবে। এরপর প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিতে নিয়োগ করা হবে। এবং একটি মেডিক্যাল পরীক্ষা হবে। এই সবকিছু তে কোয়ালিফাই করলে নির্বাচিত করা হবে।

আবেদনের শেষ তারিখ : আবেদন শুরু হয়েছে ১২ই জুন ২০২৪ তারিখে। আবেদন শেষ হবে ১১ ই জুলাই ২০২৪ পর্যন্ত । এখানে আবেদন করা যাবে অনলাইনে।

ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে .... 👇👇👇


অফিসিয়াল ওয়েবসাইটner.indianrailways.gov.in
NotificationDownload
Online ApplyClick Here
WhatsApp Group Join- Join Now  👈👈👈

এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।


No comments:

Post a Comment