Monday, April 01, 2024

Kolkata Metro New Recruitment 2024 – কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে।


Kolkata Metro New Recruitment 2024 – কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে।

Kolkata Metro New Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন 



পদের নাম 

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ACCOUNTANT (Expert) 

বয়স সীমা(Kolkata Metro New Recruitment 2024) 

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন 

ক্ষাগত যোগ্যতা 

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে (Kolkata Metro New Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। তাছাড়া রিটায়ার্ড কর্মীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ? 

kmrc.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন 

নিয়োগ প্রক্রিয়া(Kolkata Metro New Recruitment 2024) 

উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে অর্থাৎ কোন রকম লিখিত পরীক্ষা হবে না সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে 

আবেদন মূল্য কি আছে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কোনরকম আবেদন মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের নিজে থেকে একটি ফরম্যাট বানাতে হবে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন 

গুরুত্বপূর্ন তারিখ 

 আবেদন শেষ 

 ১০-০৪-২০২৪ 

প্রয়োজনীয় লিঙ্ক 

🌐 অফিশিয়াল ওয়েবসাইট 

kmrc.in 

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 

বিঃদ্রঃউপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। jobscopedaily.blogspot.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। jobscopedaily.blogspot.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। 

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন 


c712eaf3-380b-42ee-80c3-e08b0e1f0d5f

JOB SCOPE ILY


SUBSCRIBE FOLLOW COMMENT



Kolkata Metro New Recruitment 2024 — V W


Kolkata Metro New Recruitment 2024 H N II


N H V H M W — ACCOUNTANT (Expert) I


(Kolkata Metro New Recruitment 2024)




TO (Kolkata Metro New Recruitment 2024)




bo-o8-§o48


kmrc.in

A —Download PDF Download Now





No comments:

Post a Comment