রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনো দরখাস্ত করতে পারবেন দেখেনিন এক ঝলক
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে লোক নেওয়ার খবর বেরোলে তা যথাসময়ে "জব স্কোপ ডেইলি" তে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রার্থী সেই সংখ্যা সংগ্রহ করতে না পারার জন্য দরখাস্ত করতে পারেন। তাই প্রার্থীদের সুবিধার জন্য এখনো কোন কোন পদে দরখাস্ত করার সুযোগ আছে, তা এক নজরে দেওয়া শুরু হল।
প্রকাশিত তারিখঃ ০৬-০৪-২০২৪
পদ | যোগ্যতা | শূন্যপদ | শেষ তারিখ | ওয়েবসাইট |
BSF-এ ট্রেডসম্যান | মাধ্যমিক, ITI | ২১৪০ | - | https://rectt.bsf.gov.in/ |
রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর | HS পাশ | ৪,৬৬০ | ১৫ এপ্রিল - ১৪-৫-২৪ | সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইট |
পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভরতি শুরু | মাধ্যমিক | - | ১৫-৫-২৪ | |
আই.টি.আই কোর্সে ভরতি | মাধ্যমিক | - | ১৫-৫-২৪ | |
এয়ারপোর্টস অথরিটিতে | গ্র্যাজুয়েট | ৪৯০ | ১-৫-২৪ | |
রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর | গ্র্যাজুয়েট পাশ | ১,১৩১ | ৭-৪-২৪ | |
রেলে টেকনিশিয়ান | মাধ্যমিক ও আই.টি.আই | ৯,১৪৪ | ৮-৪-২৪ | সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইট |
CTET পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু | HS, ডিগ্রি পেশাগত যোগ্যতা | - | ২-৪-২৪
| |
MSC-এ সৎকার কর্মী | - | ৯ | ১৪-৪-২৪ |
ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস | ITI পাশ | ৩০১ | ৯-৪-২৪ | |
পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান | মাধ্যমিক পাশ | ৪০০ | - | |
কলেজে লাইব্রেরিয়ান | পোস্ট-গ্র্যাজুয়েট | - | ২০-৪-২৪ | |
ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানিতে অফিসার | গ্র্যাজুয়েট পাশ | ১০০ | ১২-৪-২৪ | |
কলকাতা পুরনিগমে স্যানিটরি ইন্সপেক্টর | লিখতে ও পড়তে জানলে | ১৯ | ১৯-৪-২৪ | |
রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস | আই.টি.আই পাশ | ৫৫০ | ৯-৪-২৪ | |
কো-অপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক | উচ্চমাধ্যমিক পাশ | ৫০ | ১০-৪-২৪ | |
স্টিল অথরিটিতে সার্ভেয়র, টেকনিশিয়ান | ITI, ডিপ্লোমা | ৮১ | ১৬ এপ্রিল থেকে ৭ মে
| |
নার্সিং (ANM/GNM) কোর্সে ভরতি | উচ্চমাধ্যমিক পাশ |
| ২২-৪-২৪ | |
DSSSB -এ অ্যাসিস্ট্যান্ট স্টেনো, ক্লার্ক, অফিসার | মাধ্যমিক, HS - গ্র্যাজুয়েট | ১,৪৯৯ | ১৭-৪-২৪ | |
সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান | ITI | ৮৪ | ১৫-৪-২৪ | |
CBSE -তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাকাউন্ট্যান্ট | গ্র্যাজুয়েট | ১১৮ | ১১-৪-২৪ | |
BSF-এ কনস্টেবল, সাব-ইন্সপেক্টর | মাধ্যমিক, ITI | ৮২ | ১৫-৪-২৪ |
এই রকম আরও কাজের খবর পেতে আমাদের জব স্কোপ ডেইলি পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন
JOB SCOPE DAILY 👈 Follow Now
No comments:
Post a Comment