Wednesday, October 30, 2024

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অয়েল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে! প্রতিমাসে ৭০,০০০ টাকা বেতন

 

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অয়েল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে! প্রতিমাসে ৭০,০০০ টাকা বেতন




Oil India Recruitment 2024: দেশের বেকার যুবকদের জন্য চাকরির দারুন খবর। অয়েল ইন্ডিয়ার তরফে নতুন করে চুক্তিভিত্তিক ভূতত্ত্ববিদ এর পেট্রোলজি সহ আরো বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে এই পদগুলোতে চুক্তিভিত্তিক ভাবে চাকরি দেওয়া হবে। এখানে সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতনের পরিমাণ রয়েছে ৬০-৭০ হাজার টাকা। তাহলে এখানে যেসকল ইচ্ছুকেরা আবেদন করতে চাইছেন তারা অতিশীঘ্রই এই নিবন্ধের মাধ্যমে জেনেনিন যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।

Oil India Recruitment 2024: বিবরণ

শূন্যপদের নাম ও সংখ্যা: চুক্তিভিত্তিক ভূতত্ত্ববিদ এর- পেট্রোলজি, পললবিদ্যা, মাইক্রোপ্যালিওন্টোলজি ও অর্থনৈতিক/আকরিক ভূতত্ত্ব বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই বিভাগ গুলোতে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন: এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

যোগ্যতা কি চাওয়া হয়েছে?

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এমএসসি কমপ্লিট করতে হবে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ২৪-৪৫ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের কে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে।এরজন্য প্রথমে অফিসিয়াল পোর্টালে ভিজিট করে আবেদন ফর্মটি সংগ্রহ করে নিতে হবে। এরপর নির্ভূলভাবে ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথির সঙ্গে আবেদন ফর্মটি নিচে উল্লেখ করা ঠিকানায় সকাল দশটার মধ্যে পৌঁছতে হবে।

আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা: আবেদনকারীদের এই ঠিকানায় পৌঁছতে হবে Oil India Limited, Center of Excellence for Energy Studies, 5th Floor, NRL Centre, 122A Christian Basti, G.S. Road, Guwahati, Assam, India, PIN-781005।

ওয়াক ইন ইন্টারভিউর তারিখ: আবেদনকারীদেরকে আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখ সকাল দশটার মধ্যে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে।

কিভাবে নিয়োগ হবে?

আবেদনকারীদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য নির্বাচিত করা হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

প্রয়োজনীয় লিঙ্কঃ

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.oil-india.com


 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন । 


Tuesday, October 29, 2024

ট্রেনি পাইলট নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, পোস্টিং কলকাতা ও হলদিয়ায়

 Shyama Prasad Mukherjee Port Recruitment 2024

ট্রেনি পাইলট নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, পোস্টিং কলকাতা ও হলদিয়ায়

যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের বেতনক্রম অথবা বেসিক পে-র পরিমাণ হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা/ ৬০,০০০-১,৮০,০০০ টাকা/ ৫০,০০০ টাকা।





শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। সংস্থায় একটি পদমর্যাদায় কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে পোর্টের ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, পোর্টের কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্স— দু’টি কর্মকেন্দ্রেই নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

পোর্টের দু’টি ডকেই নিয়োগ হবে ট্রেনি (শিক্ষানবিশ) পাইলট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। এর মধ্যে কলকাতা ডক সিস্টেমে রয়েছে ছ’টি শূন্যপদ। অন্যদিকে, হলদিয়া ডক কমপ্লেক্সে ন’টি শূন্যপদ রয়েছে। উল্লিখিত পদে নিযুক্তেরা প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে, সংস্থায় তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বয়স হতে হবে ২৫/ ৩০/ ৩৫/ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের বেতনক্রম অথবা বেসিক পে-র পরিমাণ হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা/ ৬০,০০০-১,৮০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

ট্রেনি পাইলট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার এফজি (ফরেন গোয়িং শিপ)/ ড্রেজ মাস্টার গ্রেড ১ বা ফার্স্ট মেট এফজি/ ড্রেজ মাস্টার গ্রেড ২ বা সেকেন্ড মেট এফজি/ ড্রেজ মেট গ্রেড ১ কোর্স সম্পূর্ণ করার শংসাপত্র অথবা নটিক্যাল সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

এর জন্য আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।


Official Notification : Download 

Official Website : Click Here


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


Tuesday, October 22, 2024

ঘূর্ণিঝড় ডানা সতর্কতা! এই তারিখ থেকে কলকাতা, দক্ষিণবঙ্গের ৯টি জেলায় স্কুল বন্ধ থাকবে

 

ঘূর্ণিঝড় ডানা সতর্কতা! এই তারিখ থেকে কলকাতা, দক্ষিণবঙ্গের ৯টি জেলায় স্কুল বন্ধ থাকবে

শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় দানার কারণে নয়টি জেলায় 23 থেকে 26 অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে, এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 24 অক্টোবর একটি প্রবল ঘূর্ণিঝড় পূর্ব উপকূলে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।




পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ঘূর্ণিঝড় ডানার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয়টি জেলায় রাজ্য পরিচালিত স্কুলগুলি 23 থেকে 26 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে । সরকার উপকূলীয় এলাকায় ত্রাণ সামগ্রী মজুদ করেছে এবং সাইক্লোন শেল্টার তৈরি করেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ভবিষ্যদ্বাণী করেছে যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ এলাকা 23 অক্টোবরের মধ্যে একটি গুরুতর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটি 24 অক্টোবর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির কথা বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “বিভিন্ন দপ্তরের প্রধান সচিবদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ঝাড়গ্রাম জেলা। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত এসব জেলার মন্ত্রীরা স্টেশন ছাড়বেন না।

ন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস) এর অধীনে থাকা কেন্দ্রগুলিও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ থাকবে, তিনি বলেছিলেন।

“এই সময়ের মধ্যে ICDS কেন্দ্রগুলি বন্ধ থাকবে। উপকূলীয় শহরগুলোতে পর্যটন কার্যক্রম বন্ধ রয়েছে। মৎস্যজীবীদের যারা বঙ্গোপসাগরে প্রবেশ করেছে তাদের ফিরে যেতে বলা হয়েছে,” ব্যানার্জি যোগ করেছেন।

ওড়িশায় স্কুল বন্ধ থাকবে

এদিকে, ওড়িশার 14টি জেলার স্কুলগুলি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে এবং জেলেদের সমুদ্রে না যেতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনার তদারকিকারী বিশেষ ত্রাণ কমিশনারের অফিসের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

পর্যটক এবং তীর্থযাত্রীদের যারা ঘন ঘন উপকূলীয় শহর পুরীতে, বিখ্যাত জগন্নাথ মন্দিরের বাড়ি, তাদের চলে যেতে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলি স্ট্যান্ডবাই অবস্থায় ছিল।

আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে পুরী এবং পশ্চিমবঙ্গ উপকূল থেকে সমগ্র পূর্ব উপকূল আসন্ন ঘূর্ণিঝড় দানা দ্বারা প্রভাবিত হতে পারে।

বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং 25 অক্টোবরের প্রথম দিকে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টায় 120 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ নিয়ে যেতে পারে, আইএমডি অনুসারে।


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

দানা’র তাণ্ডবের আশঙ্কায় জারি নির্দেশিকা

 Cyclonic Storm

দিঘা, মন্দারমণির হোটেল খালি করতে হবে বুধবারের মধ্যেই! ‘দানা’র তাণ্ডবের আশঙ্কায় জারি নির্দেশিকা

দিঘা, মন্দারমণি, শঙ্করপুরের সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকেরা যাতে হোটেলে-না থাকতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের তরফেও অভিযান চালানো হবে বলে খবর।




ঘূর্ণিঝড় ‘দানা’র ঝাপটা পড়ার আগেই অশান্ত দিঘার সমুদ্র। মঙ্গলবার পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছিল দিঘার সৈকত। উল্টো দিকে, পর্যটকদের স্রোত বৃদ্ধি পাচ্ছে হোটেলগুলিতে। এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। যেখানে হোটেলমালিকদের উদ্দেশে বলা হয়েছে, বুধবারের মধ্যে হোটেল খালি করে দিতে হবে পর্যটকদের। শুধু দিঘাই নয়, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের হোটেলগুলির জন্য একই নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘‘সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তার মধ্যে দিঘার সমস্ত হোটেল খালি করে দিতে হবে। পর্যটকেরা হোটেল ছেড়েছেন কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনের তরফে অভিযান চালানো হবে।’’

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে মঙ্গলবারই। বুধবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে ওড়িশা এবং বাংলার উপকূলে। কাতার ওই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘দানা’। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। মঙ্গলবার জোয়ারের সময়েই দিঘার ‘ভয়ঙ্কর’ রূপ দেখা গিয়েছে। সেই রূপ দেখার জন্য সৈকত এলাকায় হাজির হয়েছিলেন পর্যটকেরা। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে, ‘দানা’র প্রভাবে বুধবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা, যেমন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতি এবং শুক্রবার পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও ‘জটিল’। ওই সময় সমুদ্রও উত্তাল থাকবে। সেই বার্তা মাথায় রেখে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের প্রায় ৭৫ কিমি দীর্ঘ সমুদ্র তীরবর্তী এলাকার সুরক্ষা জোরদার করার জন্য মঙ্গলবার জেলাশাসক পূর্ণেন্দু-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা এলাকা পরিদর্শনে যান। পরে জেলাশাসক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা মেনে বুধবার বেলা ১২টার মধ্যেই সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়সীমা পার হওয়ার পর পর্যটকেরা যাতে কোনও হোটেলেই না-থাকতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে অভিযান চালানো হবে। দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা যাচ্ছে, ছুটির মরসুম বলে মঙ্গলবারও দিঘায় ভালই ভিড় জমিয়েছিলেন পর্যটকেরা। অনেকে আবার ঝড়ের সময় জলোচ্ছ্বাস দেখার জন্য আগামী দু’দিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এমন অনেকে বৃহস্পতিবার পর্যন্ত হোটেল বুকিং করেন। কিন্তু প্রশাসনের নির্দেশ শিরোধার্য। মঙ্গলবার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা দেওয়ার পর হোটেলবন্দি হয়েছিলেন অনেকে। এখন হোটেল থেকে সব পর্যটককেই বাড়িমুখী হতে হবে।

জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিমুখ ওড়িশার অভিমুখে হলেও তার অভিঘাত দিঘায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ওই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের লক্ষ্য। জেলাশাসক বলেন, ‘‘আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্র উপকূল এলাকায় বুধবার থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করবে। তার আগেই পর্যটকদের দ্রুত দিঘা ছেড়ে চলে যাওয়ার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। পাশাপাশি হোটেলগুলিতেও নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’’


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Wednesday, October 16, 2024

এয়ারপোর্টে বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, বেকার হলেই মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড

 

এয়ারপোর্টে বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, বেকার হলেই মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড, বিস্তারিত পড়ুন -Airport Apprentice Recruitment





Airport Apprentice Recruitment: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং দিয়ে নিয়োগ। অ্যাপ্রেন্টিস ট্রেনিং পূর্ব ভারতে বিভিন্ন বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। যেহেতু পূর্ব ভারতের বিমানবন্দর গুলিতে ট্রেনিং অনুষ্ঠিত হবে তাই বাংলার চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সমগ্র ভারতবর্ষের চাকরি প্রার্থীরা নারী-পুরুষ নির্বিশেষে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্ন আলোচনা করা হলো। 

∆নিয়োগকারী সংস্থা:

ভারতীয় বিমানবন্দর তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে Airports Authority of India তরফ থেকে।

∆পদের নাম:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে।

∆মোট শূন্যপদ:

ভারতীয় বিমানবন্দরের অ্যাপেন্ট্রিস পদে সর্বমোট ১৩৫ টি শূন্য পদ রয়েছে।

∆ বয়স সীমা:

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স ৩১ জুলাই ২০২৪ অনুযায়ী ২৬ বছর মধ্যে হতে হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকল নাগরিক যাদের বয়স ২৬ বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদনযোগ্য। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে। সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইভ চাকরিপ্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। অন্যদিকে ওবিসি চাকরি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

ক্যাটাগরিবেতন কাঠামো 
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস১৫,০০০/-
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস১২,০০০/-
আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস৯,০০০/-

∆বেতন:

পে লেবেল অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদের ৯,০০০-১৫,০০০ মধ্যে মাসিক বেতন রয়েছে। যেমন গ্যাজুয়েট অ্যাপেন্টিস পদে আবেদনকারীর বেতন রয়েছে ১৫ হাজার টাকা। ডিপ্লোমা অ্যাপেন্ট্রিস পদে আবেদনকারীর মাসিক বেতন ১২ হাজার টাকা। আই টি আই ট্রেড পদে আবেদনকারীর মাসিক বেতন রয়েছে ৯ হাজার টাকা।

নিয়োগকারী সংস্থাভারতীয় এয়ারপোর্ট অথোরিটি (AAI)
পদের নামঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ১৩৫
বেতন কাঠামো ৯,০০০-১৫,০০০/-
আবেদনের শেষ তারিখ৩১/১০/২০২৪
আবেদন প্রক্রিয়াঅনলাইন


∆আবেদন প্রক্রিয়া:

অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইট BOAT/ NATS/ NAPS সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন এবং পরবর্তী নাম্বার দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন প্রার্থীদের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। এছাড়াও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রয়োজন। অনলাইনে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

∆পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা:

ভারতীয় বিমানবন্দরে অ্যাপেন্টিস পদে মোট ১৩৫ টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে নিম্নলিখিত পদে নিম্নলিখিত শূন্যপদ রয়েছে-

•গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ৪৫ টি।
•ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৫০ টি‌।
•আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস ৪০ টি।

∆শিক্ষাগত যোগ্যতা:

•গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের, তিন বছর বা চার বছরের ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েট সম্পূর্ণ করতে হবে।

•ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিন বছরের ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সে সম্পূর্ণ করতে হবে।

•আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদের চাকরিপ্রার্থীদের ITI-এ NCVT সার্টিফিকেট প্রয়োজন।

∆আবেদনের তারিখ:

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ইংরেজি ৩১/১০/২০২৪ তারিখ পর্যন্ত।‌ এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Official Notification : Download 

Official Website : Click Here


সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Tuesday, October 08, 2024

সরকারি হাসপাতালে কর্মখালি, হাউস স্টাফ পদে কর্মী প্রয়োজন

 WB Health Recruitment 2024

পুরুলিয়ার সরকারি হাসপাতালে কর্মখালি, হাউস স্টাফ পদে কর্মী প্রয়োজন

পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।



রাজ্যের সরকারি হাসপাতালে কর্মখালি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে, কতজনকে নিয়োগ করা হবে, কত পারিশ্রমিক দেওয়া হবে, এই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কোনও তথ্য পেশ করা হয়নি।

ওই কাজের জন্য ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন এবং চলতি বছরই ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে ২০২৪-এর আগে যাঁরা ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, তাঁরাও কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখতে হবে। ২৫ অক্টোবর বেলা সাড়ে ১০টার আগে হাসপাতালে পৌঁছে ওই ফর্মটি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

প্রয়োজনীয় লিঙ্কঃ 
অফিসিয়াল পেজ - ক্লিক করুন 

নোটিফিকেশনঃ ডাউনলোড করুন 


 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -


আরও পড়ুন ।