Wednesday, August 28, 2024

বেলঘরিয়ার সরস্বতী প্রেসে চাকরির সুযোগ

বেলঘরিয়ার সরস্বতী প্রেসে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? বেতন কত?

প্রার্থীর বয়স ১ অগস্ট ’২৪ অনুযায়ী ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।


 
Recruitment in Saraswaty Press

কলকাতায় রাজ্য সরকারি উদ্যোগে পূর্ব ভারতের বৃহত্তম প্রিন্টিং সংস্থা সরস্বতী প্রেস লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ডিটিপি অপারেশনস পদে হবে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে এই পদে নিযুক্তকে বহাল রাখা হবে। মাসিক বেতন ১৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর-সহ দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া দরকার। প্রার্থীর বয়স ১ অগস্ট ’২৪ অনুযায়ী ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া, কম্পিউটারে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষা টাইপ করতে জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

সরস্বতী প্রেস লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। জীবনপঞ্জি, ছবি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সরাসরি অথবা পোস্টের মাধ্যমে জমা দিতে হবে। ৬ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে সরস্বতী প্রেস লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

প্রয়োজনীয় লিঙ্কঃ 

অফিসিয়াল পেজঃ Saraswaty Press ক্লিক করুন 
নোটিফিকেশন ডাউনলোডঃ Download Now 

 

আমাদের সাথে যুক্ত থাকার জন্য জয়েন করুন এখানে 👇👇👇👇


WhatsApp GroupJoin Now

Telegram GroupJoin No

Friday, August 23, 2024

কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এ কর্মী নিয়োগ হচ্ছে ।

 *Job Opening: Customer Support Executive (Male Candidates)*

 


A dry fruit shop located in Bara Bazar, Kolkata, is looking for a *Customer Support Executive* with the following requirements:

- *Position*: Customer Support Executive

- *Location*: Bara Bazar, Kolkata

- *Salary*: ₹14,000 - ₹16,000 per month

- *Working Hours*: 10:30 AM to 8:00 PM

- *Gender*: Male candidates only


*Qualifications & Skills:*

- Must be well-educated

- Good in English (spoken and written)

- Good computer skills

- Strong communication and customer service abilities


If you meet the criteria, please apply now!


Thanks & Regards 

HR Contact:- +91 96745 51408

SIDDHIVINAYAK PLACEMENT (Job Consultancy)


আমাদের সাথে যুক্ত থাকার জন্য জয়েন করুন এখানে 👇👇👇👇


WhatsApp GroupJoin Now

Telegram GroupJoin No


বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম বেসরকারি বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের হোয়াটসঅ্যাপ সাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Wednesday, August 21, 2024

কলকাতা মেট্রো রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি

 

কলকাতা মেট্রো রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি |
KMRC RECRUITMENT 2024




রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। কলকাতা মেট্রো রেল দপ্তর থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

পদের নাম – SR. ADVISOR (ARBITRATION)

শুন্যপদ – ০১ জন।

শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের মুখ্য অফিস/রেলওয়ে বোর্ড স্তরে ন্যূনতম ৩ বছর চুক্তি নীতির বিষয়ক বিষয়সমূহ পরিচালনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

বয়স সীমা – মাসিক বেতন

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন – এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

আবেদন জমা দেওয়ার স্থান – কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, এইচআরবিসি অফিস কম্পাউন্ড, মুন্সী প্রেমচাঁদ সরণী, কলকাতা – ৭০০০২১

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? 
 
www.kmrc.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া – নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। 

আবেদন পদ্ধতি – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে এবং A4 সাইজের প্রিন্ট আউট বের করুন হাতে কলমে সেটিকে ফিলাপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো এই বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফলো করতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী ০৫/০৯/২০২৪। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।

Official Websitewww.kmrc.in/career.php
Official PDF LinkDownload


WhatsApp GroupJoin Now

Telegram GroupJoin No


বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Monday, August 12, 2024

কলকাতায় অ্যান্ড্রু ইয়ুলে চাকরির সুযোগ, বার্ষিক বেতন ১১ লক্ষ

 Andrew Yule Recruitment 2024

কলকাতায় অ্যান্ড্রু ইয়ুলে চাকরির সুযোগ, বার্ষিক বেতন ১১ লক্ষ

কোয়ালিটি অ্যান্ড মার্কেটিং বিভাগে কাজ করতে হবে। কাজের মেয়াদ পাঁচ বছরের। প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।




কলকাতায় চাকরির সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার কলকাতার দফতরে চা বিভাগে একটি পদে কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট/ ডেপুটি ম্যানেজার পদে। ‘কোয়ালিটি অ্যান্ড মার্কেটিং’ বিভাগে কাজ করতে হবে। বার্ষিক বেতন হবে ১১ লক্ষ টাকা। কাজের মেয়াদ পাঁচ বছর। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্ল্যানটেশন ম্যানেজমেন্ট/ ইঞ্জিনিয়ারিং/ এগ্রিকালচার/ বায়োসায়েন্স/ সায়েন্স/ আর্টস/ কমার্স বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ অগস্ট ২০২৪।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

প্রয়োজনীয় লিঙ্কঃ 

অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.andrewyule.com
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView



এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।

Friday, August 09, 2024

কেন্দ্রীয় সংস্থা GAIL ইন্ডিয়া লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ চলছে! নূন্যতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

 

কেন্দ্রীয় সংস্থা GAIL ইন্ডিয়া লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ চলছে! নূন্যতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন



GAIL (India) Limited Recruitment 2024: ভারতের সমস্ত আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় সংস্থায কাজের দারুন সুখবর। সর্বভারতীয় GAIL India Limited- এর পক্ষথেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে ৩৯০ এর বেশি পরিমানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে সারা ভারতের চাকরি প্রার্থীরা আবেদন যোগ্য। তাহলে যে সমস্ত আগ্রহীরা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে খুঁটিনাটি জেনেনিন এই নিবন্ধে।

বিবরণঃ 

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি, মাস্টার ডিগ্রি ও ম্যাট্রিক প্লাস আইটিআই।

বয়সসীমা: এখানে আবেদনকারী আগ্রহী প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ ৪৫বছর।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিশটি পর্যালোচনা করুন।

আবেদন পদ্ধতিঃ 

আবেদনকারীদের কে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

  1. আগ্রহীরা প্রথমে ভারতীয় GAIL (India) Limited অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ অপশনে ক্লিক করবেন।
  2. তারপর আবেদন লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন।
  3. তারপর একবার ভালোভাবে যাচাই আবেদন মুল্য প্রদান করবেন।
  4. তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।

আবেদন মুল্য: এখানে আবেদনকারী এসটি, এসসি ক্যাটাগরির প্রার্থীদের ছাড় দিয়ে বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে ৫০/- টাকা আবেদন মুল্য হিসেবে চার্জ করা হচ্ছে। আবেদন মুল্য প্রদান করতে হবে যেকোনো অনলাইন ‘পে’-এর মাধ্যমে।

আবেদনের সময়সীমা: এখানে ০৮ আগস্ট ২০২৪ তারিখে আবেদনটি শুরু হয়েছে এবং চলবে ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়াঃ 

আগ্রহীদের এখানে বেশ কিছু ধাপে চাকরির জন্য বাছাই করা হবে যেমন-

  1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
  2. ট্রেড, দক্ষতা, কম্পিউটার প্রফিসিয়েন্সি ও ট্রান্সলেটর পরীক্ষা।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. সর্বশেষে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।

প্রয়োজনীয় লিঙ্কঃ 

অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটgailonline.com
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More


আরও খবর পেতে পেজকে ফলো করুন । 

Monday, August 05, 2024

এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ ৫০০ শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন ঘোষণা

 

এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ ৫০০ শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন ঘোষণা









দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা, জানিয়েছেন তিনি। দেশের বেকারত্ব দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। কারণ, এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না দেশে।


বাজেট ঘোষণায় নির্মলা জানিয়েছেন, ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং থেকে ছ’হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ-তরুণীরা। তাঁদের প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থাই। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল (সিএসআর) থেকে এই খরচ করতে হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ-তরুণীরা। প্রতি মাসে তাঁদের উপার্জনও হবে। প্রথম বার যাঁরা চাকরির বাজারে পা রাখছেন, এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাঁরাই।

মঙ্গলবার দেশের বাজেট ঘোষণা করতে গিয়ে ন’টি মূল অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম বেকারত্ব দূরীকরণ। দেশের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও বাজেটে প্রাধান্য পেয়েছে নগরোন্নয়ন, শক্তির নিরাপত্তা, পরিকাঠামোর মতো দিকগুলি।

প্রথম যাঁরা চাকরির বাজারে পা রাখছেন, তাঁদের জন্য এক মাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে সরকার। দু’কোটির বেশি তরুণ-তরুণী এই প্রকল্পের সুবিধা পাবেন। দু’লক্ষ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়াও, আগামী পাঁচ বছরে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০ লক্ষ তরুণ কর্মচারী এর সুবিধা পাবেন। বরাদ্দ হয়েচে ১.৪৮ লক্ষ কোটি টাকা।

দেশের অর্থনীতিতে নারীদের যোগদান বৃদ্ধি করতে অর্থমন্ত্রী পৃথক একটি ঘোষণা করেছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে সরকার দেশ জুড়ে কর্মরত মহিলাদের জন্য একাধিক হস্টেলের ব্যবস্থা করবে। এতে মহিলাদের চাকরিতে যোগদানের সুবিধা, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More


এই রকম আরও খবর পেতে Page 📃 Follow করুন ।


Friday, August 02, 2024

ফের রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ: ৬০০+ শূন্যপদ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন করুন

ফের রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ: ৬০০+ শূন্যপদ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন করুন



**Bankura District Anganwadi Worker & Helper Recruitment 2024:**
বাঁকুড়া জেলার উচ্চ মাধ্যমিক পাশ করা মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৬০০ এর বেশি শূন্যপদ রয়েছে। নিচে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, এবং অন্যান্য বিবরণ দেওয়া হলো।


পদের বিবরণঃ 

- **পদের নামঃ** অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার

- **শূন্যপদের সংখ্যাঃ** ৬০০+ (ব্লক ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে)


যোগ্যতা ও দক্ষতার মানদণ্ডঃ

- **শিক্ষাগত যোগ্যতাঃ** উচ্চ মাধ্যমিক পাস

- **বয়সসীমাঃ** ১৮ থেকে ৩৫ বছর

- **দক্ষতাঃ** স্থানীয় ভাষায় দক্ষতা এবং অভিজ্ঞতা (অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন)


আবেদন প্রক্রিয়াঃ 

আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে।


1. **বাঁকুড়া জেলার সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে** গিয়ে বিজ্ঞপ্তি ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

2. অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজের পেপারে প্রিন্ট করুন।

3. ফর্মটি সঠিকভাবে পূরণ করুন, যেখানে নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।

4. পূরণ করা ফর্মটি প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স সহ একটি মুখবন্ধ খামে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠান অথবা ব্লক উন্নয়ন অফিসে জমা দিন।


আবেদন তারিখঃ 

- **আবেদন শুরুঃ** ২৫ জুলাই ২০২৪

- **আবেদন শেষঃ** ১৬ আগস্ট ২০২৪


নিয়োগ প্রক্রিয়াঃ 

- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।


গুরুত্বপূর্ণ তথ্যঃ 

- **বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন:** বাঁকুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে

- **প্রয়োজনীয় নথিপত্র:** শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, স্থানীয় ভাষার দক্ষতার প্রমাণ, ইত্যাদি


শীঘ্রই আবেদন করুন এবং আপনার ক্যারিয়ারের নতুন পথ তৈরি করুন।



প্রয়োজনীয় লিঙ্কঃ 

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিংকDownload Form
অফিসিয়াল ওয়েবসাইটbankura.gov.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More


এই রকম আরও খবর পেতে পেজকে ফলো করো